লাইফস্টাইল, স্বাস্থ্য

লিভারের টক্সিন দূর করে , ওজন কমিয়ে তারুণ্য ধরে রাখতে সহায়ক ডার্ক কফি

Benefits of dark coffee

Benefits of Dark Coffee: লিভারের টক্সিন দূর করে, ওজন কমিয়ে তারুণ্য ধরে রাখতে সহায়ক ডার্ক কফি

Benefits of Dark coffee – ডার্ক কফি বা ব্ল্যাক কফি শুধুমাত্র সকালে ঘুম কাটিয়ে সতেজ হওয়ার জন্য নয়, এটি স্বাস্থ্যের জন্যও আরও অনেক উপকার করে থাকে যা আমাদের অনেকেরই অজানা। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ডার্ক কফি পান করলে লিভার সুস্থ থাকে, ওজন নিয়ন্ত্রণে থাকে, মনোযোগ বাড়ে এবং ত্বকের সুস্থতাও বজায় রাখে। শুধু তাই নয়, ডায়াবেটিস এবং মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত কার্যকরী।

Benefits of dark coffee

Health benefits of dark coffee

ডার্ক কফির উপকারিতা গুলো সম্পর্কে জানুন বিস্তারিত:

লিভারের জন্য প্রাকৃতিক ক্লিনার বা পরিশোধক হিসেবে কাজ করেঃ

 ডার্ক  কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এটি লিভারের প্রদাহ কমায় এবং সিরোসিস, ফ্যাটি লিভার কিংবা লিভার ক্যানসারের ঝুঁকি কমায়।প্রতিদিন ২ কাপ ব্ল্যাক কফি পান করলে লিভারের কার্যকারিতা বৃদ্ধি  হয় এবং এটি লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, যা লিভারকে সুস্থ ও সচল রাখে ।

ওজন কমাতে ওয়েট লস কফির জন্য সেরাঃ

ওজন কমানোর জন্য ব্ল্যাক কফি কার্যকরী একটি উপাদান। এটি  সকালে খালি পেটে খেলে শরীরে মেটাবলিজম বাড়ায়, যার ফলে দ্রুত ক্যালোরি বার্ন হয়। ব্ল্যাক কফি ক্ষুধা কমায়, ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। গবেষণায় দেখা গেছে, ব্যায়ামের আগে  বা খালি পেটে এক কাপ ব্ল্যাক কফি পান করলে ক্যালোরি দ্রুত বার্ন করে ও ওজন কমায়।

মনোযোগ ও মস্তিষ্কের  কার্যক্ষমতা বৃদ্ধি করেঃ

কাজের মধ্যে যখন একঘেয়েমি চলে আসে তা দূর করতে ব্ল্যাক কফি তৎক্ষণাৎ কাজ করে । এতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে উদ্দীপিত করে, ফলে মনোযোগ এবং এনার্জি বৃদ্ধি পায়।ব্ল্যাক কফি স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে ।

ডায়াবেটিস নিওন্ত্রনে সাহায্য করেঃ

ব্ল্যাক কফি ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে, যা টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে। । এতে থাকা পলিফেনল ও ম্যাগনেসিয়াম ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে, যা রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

Benefits of dark coffee

Health benefits of dark coffee

ত্বকের জন্য উপকারীঃ

ব্ল্যাক কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে রক্ষা করে এবং বার্ধক্যের প্রভাব প্রতিরোধ করে তারুণ্য বজায় রাখে।এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে। 

শারীরিক কর্মক্ষমতা বাড়ায়ঃ

ক্যাফেইন শারীরিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। ব্যায়ামের আগে ব্ল্যাক কফি পান করলে স্ট্যামিনা বাড়ে এবং দীর্ঘ সময় ধরে শক্তি বজায় রাখে। এটি পেশির কার্যকারিতা বাড়ায় এবং ক্লান্তি দূর করে।

বিষণ্ণতা হ্রাস কররাঃডার্ক কফি মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়িয়ে মানসিক চাপ কমাতে সহায়তা করে। এটি মানসিক প্রশান্তি দেয় এবং বিষণ্ণতা হ্রাস করে। 

ক্যানসারের ঝুঁকি কমায়ঃব্ল্যাক কফি প্রোস্টেট ক্যানসার এবং কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধিকে বাধা দেয় ।শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত রাখতে সাহায্য করে। To learn more..

তবে কিছু বিষয় মনে রাখবেন

যদিও ডার্ক বা ব্ল্যাক কফি অত্যন্ত উপকারী, তবে অতিরিক্ত কফি পান করা উচিত নয়।দিনে২-৩ কাপের বেশি খেলে অনিদ্রা, অ্যাসিডিটি বা হৃদস্পন্দনের সমস্যা দেখা দিতে পারে। তাই, পরিমিত পরিমাণে ব্ল্যাক কফি পান করাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো।

Bancoff Medium Roasted Coffee Beans – 225g

Original price was: ৳ 690.00.Current price is: ৳ 670.00. Order Now
Bancoff Medium Roasted Coffee Bean
  • 225 gram
  • Bancoff
  • Medium Roasted
  • Arabica

Bancoff Coffee Bean Dark Roast – 225g

Original price was: ৳ 750.00.Current price is: ৳ 680.00. Order Now
Bancoff Coffee Bean
  • Dark Roast
  • 225 gram
  • Highland Arabica
  • Brazilian Coffee Beans
  • Roasted in singapore

Bancoff Dark Roasted Coffee Beans – 450g

Original price was: ৳ 1,330.00.Current price is: ৳ 1,310.00. Order Now
Bancoff Dark Roast Coffee Beans
  • 500 gram
  • 100% Arabica
  • Dark Roast
  • Bancoff Thailand

Bancoff Dark Roasted Coffee Beans – 1000g

Original price was: ৳ 2,690.00.Current price is: ৳ 2,640.00. Order Now
Bancoff Dark Roasted Coffee Bean
  • Dark Roast
  • 1000 gram
  • Highland Arabica
  • Brazilian Coffee Beans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *